sliderস্থানীয়

মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন.ডি.এফ) জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ক্যাফে হাইওয়ে রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা.মো: মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা.মোসলেম উদ্দিন খান। সভায় বিপুল সংখ্যক চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় ডা.সাহিদুর রহমান খান, ডা. আব্দুল বারেক মোল্লা, সহকারী অধ্যাপক ডা.খাইরুল বাশার, ডা.আবু বকর সিদ্দীক, ডা.সোলাইমান, ডা.সাদিক স্বপন, ডা.জিয়াউল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহমুদ হোসেন বলেন, দুনিয়া জীবনের সফলতার সাথে, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে। এজন্য চিকিৎসক সমাজকে অহংকার মুক্ত হয়ে হালাল উপার্জনের মাধ্যমে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।

সভা থেকে ন্যাশনাল ডক্টরস ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি করা হয়। ডা. মোসলেম উদ্দিন খান পুনরায় সভাপতি এবং ডা. জিয়াউল হক সেক্রেটারি মনোনীত হন।

Related Articles

Leave a Reply

Back to top button