মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে আজ বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও জেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলা হল রুম মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে রোকেয়া যাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি সেলিনা বেগম এর সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি কর্মকর্তা রাশেদা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিন এর পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী বজলু, জেলা তথ্য অফিসার মো.নূর হোসেন,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা কিশোরী ফোরামের সদস্য বকুল আক্তার, প্রত্যয় কিশোরী ক্লাবের মারুফা আক্তার, ধলেশ্বরী কিশোরী ক্লাবের মিতু আক্তার, অঙ্কুর কিশোরী ক্লাবের অনামিকা সরকার, নারীনেত্রী সেবিকা মন্ডল, জয়মালা সরকার, রাশেদা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, ধারণা বিষয়ক কথা বলেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক রিনা সিকদার ও আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন আমরা নারী আমরা পারি। বেগম রোকেয়ার আদর্শের পথ ধরেই এই যাত্রা শুরু হয়েছে। আজকের দিনে সবাই মিলে ঘরে বাইরে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধে প্রত্যয় গ্রহণ করি। এছাড়াও নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দূরীকরণে প্রতিটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সচেতন মানুষকে এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন সংগ্রাম জোরদার করার আহবান করা হয়।