নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় প্রিয়া সরকার (২০) নামে এক নববধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের দীপাঞ্জন সরকারের স্ত্রী।
একই এলাকার সুকুমার সাহার মেয়ে প্রিয়া সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানান, আগস্ট মাসের ১০ তারিখে দীপাঞ্জনের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রিয়া পূর্বদাশড়া এলাকার একটি ভাড়া বাসায় শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। তার স্বামী ঢাকায় থেকে নর্দান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সকালে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর প্রিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তার শ্বশুর-শাশুড়ি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি জানান, ঘরের আসবাবপত্র ভাঙা ও ছড়ানো ছিটানো ছিল। বারান্দার গ্রিলের গেটের ছিটকিনিও ভাঙা ছিল। প্রিয়ার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।
পুলিশ জানায়, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।