মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “ভোক্তাদের জন্য চাল,ডাল,তেলসহ সকল পন্যের সাশ্রয়ী মূল্য চাই, ভেজালমুক্ত নিরাপদ খাদ্য চাই” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে আজ কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সকাল ১১.০০ থেকে ১২.০০ মি. পর্যন্ত প্রচারমূলক লিফলেট বিলি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ক্যাবের সহসভাপতি ও প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক শাহানুর ইসলাম,সাংবাদিক আবুল বাশার আব্বাসী, এসেট এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন রিফাইনারি থেকে লেভেলযুক্ত ফুড-গ্রেট কন্টেইনার ভোজ্যতেল সরবারহ করতে হবে। সয়াবিন তেলের নামে পাম তেল বিক্রি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজ ব্যাবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু পেয়াজ এর দাম সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে। দ্রব্যমল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানানো হয়।