মানিকগঞ্জে দুই ভাইয়ের হাতাহাতিতে বড় ভাই নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতিতে বড় ভাই কমল রায় (৬২) নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার এই ঘটনা ঘটে।
নিহত কমল রায় মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার মৃত কৃষ্ণ রায়ের ছেলে। এঘটনায় ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কমল রায়ের সাথে ছোট ভাই মিঠু রায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতিহাতির ঘটনায় বড় ভাই কমল রায় অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা কমল রায়কে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এঘটনায় নিহতের ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানান।