স্থানীয়

মানিকগঞ্জে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে পুলিশসহ আহত ৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ককটেলসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সুদক্ষিরা গ্রামে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিলো একদল ডাকাত। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাতদল পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার জসিম মোল্লাকে আটক করা হয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডাকাত সর্দার জসিম মোল্লার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জে একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button