
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে ধারণ করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক কমিউনিটি পর্যায়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের আয়োজনে গত ৩-৫ নভেম্বর ২০২৩, মানিকগঞ্জ বেউথা আরব ভবনে তিনদিনব্যাপী কর্মী পর্যায়ে জেন্ডার বৈচিত্র্য ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আলোচনায় বারসিক নারী সেলের সভাপতি নারীনেত্রী রাশেদা আক্তার এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারসিক নির্বাহী পরিচালক সুকান্ত সেন। সেশন ভিত্তিক আলোচনায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন দেশের খ্যাতিমান জেন্ডার বিশেষজ্ঞ ও উন্নয়ন বিষয়ক কনসালটেন্ট ডাঃ এম এ রাকিব। সমাপনী আলোচনায় আরও অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, বারসিক কর্মকর্তা সত্ত সাহা,মুক্তার হোসেন,নিতাই চন্দ্র দাস, শাহিনুর রহমান, গাজী শাহাদাত হোসেন বাদল, প্রকল্প সহায়ক রিনা সিকদার, ঋতু রবি দাস, আছিয়া আক্তার প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথি বলেন বর্তমান বিশ্বায়নের বিপরীতে নিজেকে যোগ্যতার ভিতরে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চর্চা ও প্রয়োগে দক্ষতা বৃদ্ধি করতে হবে।
প্রধান সহায়ক বলেন স্থীর বা সুনির্দিষ্ট চিন্তার শৃঙ্খল ভেঙে পরিবর্তনশীল চিন্তার প্রসার ঘটতে হবে। এভাবে জেন্ডার সংবেদনশীল নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মানের পথে এগিয়ে যেতে পারবো।