
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “নারীশিশু নির্যাতন বন্ধ করি,নারীবান্ধব সমাজ গড়ি”
আজ মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের বারসিক বায়রা রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত জেন্ডার বৈচিত্র্য আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত।
কর্মশালায় সহায়ক ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, রিনা সিকদার, আছিয়া আক্তার।
সেশন ভিত্তিক আলোচনায় অংশগ্রহণমূলক আলোচনায় কথা বলেন সাথী আক্তার,সোহানুর রহমান,লিমা আক্তার, শারমিন ও হেলেনা আক্তার প্রমুখ।
উভয় ভিত্তিক আলোচনায় সকলেই জেন্ডার বৈচিত্র্য সুরক্ষাসহ নারীবান্ধব সমাজ বিনির্মানে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।