slider

মানিকগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু সনদ দিবস উদযাপিত

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন্ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, সদর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে আইন সহজীকরণ এবং সেবা প্রদানকারী কার্যালয়সমূহের সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button