মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “নদী নালা খাল বিলে সারা বছর পানি চাই” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল মানিকগঞ্জ সদর পুটাইল ইউনিয়নের মান্তা,জয়নগর,বেগমনগর,বরুনা গ্রামে জলবায়ু ন্যায্যাতার দাবিতে আমন মৌসুমের ধান চাষ, খাল,নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে কৃষক নেতা মোঃ নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী জনাব বিমল চন্দ্র রায়,কৃষক রঘুনাথ সরকার ও জামাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিক বর্ষা হচ্ছে না। ফলে আমন চাষিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হচ্ছে। ফলে পানির স্তর নিচে চলে যাচ্ছে। চাষাবাদে সার বিষের ব্যাবহার বৃদ্ধি পাচ্ছে। ফলে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে । সরকারের কাছে তারা এগুলো মোকাবিলা করতে নদী নালা খাল বিল খনন করে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান।