sliderস্থানীয়

মানিকগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি:  মানিকগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলা ছাত্রদলের আয়োজনে সকালে রক্তদান কর্মসূচি পালন করা হয়।এরপর দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বিক উন্নয়নসহ মানুষের সুখ-শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

আলোচনাসভা শেষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতনের শিকার ছাত্র ও নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

,

Related Articles

Leave a Reply

Back to top button