sliderস্থানীয়

মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার সকাল এগারোটায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউটের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আইডিইবি মানিকগঞ্জ এর সাধারণ সম্পাদক ও এনপিআই পরিচালক ইঞ্জিনিয়ার ড.মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় এবং আইডিইবি মানিকগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনম গিয়াস উদ্দিন, গনপুর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মোঃ রোকনুজ্জামানসহ জেলার বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button