slider

মানিকগঞ্জে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মহান জুলাই-আগস্ট বিপ্লবের নেতৃত্ব দেয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি তরুণ-তরুণীদের নিয়ে বিপ্লবী মঞ্চের উদ্যোগে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ‘তারুণ্যের চিন্তা ও কর্ম‘ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় এনপিআই, মানিকগঞ্জ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআইয়ের প্রিন্সিপাল ড. মুহাম্মদ ফারুক হোসেন, প্রেসক্লাবের সদস্য সচিব, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম, মাহিদুল ইসলাম মাহি, প্রশাসনিক কর্মকর্তা এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিপ্লবী মঞ্চের উপদেষ্টা মো: জিসানুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন অ্যাক্সপ্রেশনের আশিকুর রহমান, ড্রিম এলাইডের জান্নাতুল বারী টুকটুকি, কাওসার আহমেদ, মাহজাবিন সানি, রেড ক্রিসেন্টের এ এম ওয়ালিদ, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আয়শা সিদ্দীকা, সৌরভ মাহমুদ, জাগরনী কিশোর ক্লাব মো: সিয়াম মাহমুদ, আমরাই বাংলাদেশের রুবাইয়াত শারমিন মিষ্টি।

বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচারী সরকারের সন্ত্রাসীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন থেকে একসাথে দেশের স্বার্থে কাজ করতে হবে। আমাদের এই নতুন অর্জিত স্বাধীনতা হাইজ্যাক করার যড়যন্ত্র চলছে। কোনোভাবেই আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না। চূড়ান্তভাবে বিজয়ের রূপ না দেয়া পর্যন্ত আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button