
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “আজকের খেলাঘর আগামীর বাংলাদেশ, খেলাঘর চায়না,শিশুদের কান্না” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশে শিশুদের প্রগতির সুস্থ্য ধারায় অধিকার আদায়ের জাতীয় সংগঠন খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ মানিকগঞ্জ আফরোজা রমজান গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত সম্মেলনর উদ্ভোদনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো.আব্দুল হালিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুনু আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক অধ্যক্ষ ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু,
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আবুল ইসলাম শিকদার, খেলাঘর আসর বিভাগীয় সমন্বয়কারী কাজী জাবেদ ইকবাল শিহাব, খেলাঘর আসর কেন্দ্রীয় সদস্য আনোয়ার আলী তালুকদার, শুমেন পোদ্দার, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য কমরেড আরশেদ আলী মাস্টার, ফটো সাংবাদিক আব্বাস উদ্দিন, শ্যামল বিশ্বাস, কবি পংকজ পাল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। হত্যা, ধর্ষণসহ সামাজিক সহিংসতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম ও শিশুদের নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। শিশুদেরকে সংগঠিত করতে বড়দের স্নেহময়ী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।