
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “কৃষি জমি সুরক্ষা করি,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জে শহরস্থ স্যাক কার্যালয়ে বেসরকারি সংগঠন বারসিকের আয়োজনে মানিকগঞ্জের প্রেক্ষিতে কৃষি জমির বর্তমান অবস্থা, সংকট, সংকটের কারণ ও সমাধানের পথ নিয়ে শিক্ষকদের সাথে কৃষি জমি সুরক্ষা নীতি ও অধি পরামর্শ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলমের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় কর্মসূচির মূল প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সহকারী অধ্যাপক ড.মুহাম্মদ মুজিবুর রহমান। প্রবন্ধের আলোকে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক নেতা কমরেড মুজিবুর রহমান মাস্টার, শিক্ষক নেতা মো. আবুবকর সিদ্দিক, মুক্তিযুদ্ধ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম ফারুক, নবারুণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার খা,গড়াপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনসুর আলী, অধ্যাপক মনোয়ার হোসেন, মো.নজরুল ইসলাম, মিজানুর রহমান হৃদয়, মুশফিকুর রহমান নিবির প্রমুখ।
বক্তারা বলেন আমরা আধুনিক জগতের বাসিন্দা ভুলে গেলে চলবে না যে কৃষি জমি আমাদের শেকড়। এটি ক্রমহ্রাসমান হারে হ্রাস পাচ্ছে। তাই কৃষি জমি সুরক্ষায় এখনই সরকারের উচিত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা। আমরা যত্রতত্র কৃষি জমি নষ্ট না করে সুরক্ষা করবই ।