sliderস্থানীয়

মানিকগঞ্জে কৃষি জমি সুরক্ষার আইনসভায় কৃষিবান্ধব নীতিমালার দাবি

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “কৃষি জমি সুরক্ষা করি,খাদ্যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করি ” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক আজ মানিকগঞ্জে শহরস্থ স্যাক কার্যালয়ে বিকেলে কৃষি জমি সুরক্ষায় আইনগত জটিলতা নিরসনে করনীয় বিষয়ে আইনজীবীদের সাথে আইনসভা অনুষ্ঠিত হয়।

আইনসভায় মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিল্লাল, মো.স্বপন মিয়া,মো.রফিকুল ইসলাম, মো.এহসান খান,মো.মোশাররফ হোসেন, মো.শামিম হোসেন,মো.রফিকুল ইসলাম, মো.মোশাররফ হোসেন, উত্তম কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন মানিকগঞ্জের জেলা দেশের মধ্যে সমতল নদী বিধৌতি অঞ্চল। প্রতি বছর অনেক জমি নদী শিকোস্তী ও পয়স্তির কারনে খাস হয়। এই জমি মামলা করে জমির মালিকের উদ্ধার করা কঠিন। এই বিষয়ে আইনগত জটিলতা নিরসন করে অনেক জমি সুরক্ষা করা যায়। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে কারণে কৃষি জমি আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। এগুলো মোকাবিলায় সরকারের কঠোর হস্তক্ষেপ করতে হবে এবং কৃষি জমি সুরক্ষাসহ কৃষিবান্ধব নীতিমালা চাই

Related Articles

Leave a Reply

Back to top button