
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “কৃষি জমি সুরক্ষা করি,খাদ্যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক আজ সকালে মানিকগঞ্জে শহরস্থ স্যাক কার্যালয়ে কৃষি জমি সুরক্ষায় করনীয় বিষয় বিভিন্ন রাজনৈতিক কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জাতীয় কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো.আব্দুর রাজ্জাক,বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি কমরেড দুলাল বিশ্বাস, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান ইলিচ, কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, কৃষক উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার, নারীনেত্রী সেলিনা আক্তার, রোকেয়া বেগম, ওয়াসিম হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, মো মুক্তার হোসেন, গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জের জেলা দেশের মধ্যে সমতল অঞ্চল। মিঠা পানির পর্যাপ্ততা থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির ব্যাবহার বৃদ্ধি পাচ্ছে এবং ভর উপরিভাগের পানির পর্যাপ্ততা হ্রাস পাচ্ছে। কৃষি জমি আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। এগুলো মোকাবিলায় সরকারের কঠোর হস্তক্ষেপ করতে হবে এবং কৃষি জমি সুরক্ষা নীতিমালা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।