sliderস্থানীয়

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

মানিকগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই দুই নারী।
এরা হলেন- ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা মারতী সরকার (৪১) ও সদর উপজেলার জয়রা হাট এলাকার হামিদা বেগম (৫১)।
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই দুই নারী রবিবার দুপুরে হাসপাতালে আসেন। চিকিৎসকরা তাদের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। তাদের অবস্থা সংকটাপন্ন ছিল। রাতে দুজনই মারা যান। মৃত্যুর পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়েছে।
এ নিয়ে মানিকগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হলো। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button