মানিকগঞ্জে কমরেড আরজু স্মরণ সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে বিকেলে স্মতি ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব আইনজীবী শিক্ষাবিদ (অবঃ) অধ্যক্ষ পরিবর্তনের সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শোক ও স্মরণ সভায় সংগঠনের আহবায়ক ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, (অবঃ) অধ্যক্ষ প্রফেসর উর্মিমালা রায়, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, খেলাঘার আসর জেলা সভাপতি অধ্যক্ষ মীর মোকসেদুল আলম, ক্ষেতমজুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক (অবঃ) অধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শ্যামল কুমার সরকার, জাসদ নেতা কমরেড ইকবাল খান, মহিলা কলেজের সাবেক ভিপি উষা রানী মন্ডল, এডওয়ার্ড এস জামান, উন্নয়নকর্মী রাশেদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন তিনি শিক্ষা দিক্ষায় দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মেহনতী মানুষের জন্য জীবনকে উৎসর্গ করে ন্যায্যতার সমাজ বিনির্মানের পথের একজন আদর্শ সৈনিক ছিলেন। তিনি নয়াকান্দি বাঁধ, পামরি পোকা ও তামাক বিরোধী আন্দোলনসহ মানিকগঞ্জের অসংখ্য স্থানীয় লড়াই সংগ্রামের আজীবন বিপ্লবী ছিলেন। আমরা তাঁর আদর্শের আলোতে পথ চলার প্রত্যয় গ্রহণ করছি।