sliderস্থানীয়

মানিকগঞ্জে কমরেড আরজু ও শহিদুল্লাহ চৌধুরীর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ: আজ মানিকগঞ্জের রিজার্ভ ট্যাংক এলাকায় সিপিবি জেলা কার্যালয়ে বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলনের কিংবদন্তী কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শহিদুল্লাহ চৌধুরী ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজুর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও কমরেড আরশেদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লুনা নূর।
বিশেষ আলোচনায় স্মৃতি চারন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান, ক্ষেতমজুর নেতা কমরেড আব্দুল মান্নান, কমরেড হরিপদ সূত্রধর, কমরেড ইমান আলী, কমরেড সেতোয়ার হোসেন, কমরেড দুলাল বিশ্বাস, কমরেড গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ।
বক্তারা তাদের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন। তারা সত্যিকারে শ্রেণীসংগ্রামী ও মানবমুক্তির সংগ্রামে আপোষহীন লড়াকু সৈনিক ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button