sliderস্থানীয়

মানিকগঞ্জে দ্বিতীয় পর্যায়ে লাভিং এসএসসি এইচএসসি ফেসবুক গ্রুপের কম্বল বিতরণ

সোহেল রানার,মানিকগঞ্জ : মানিকগঞ্জে এবার দ্বিতীয় পর্যায়ে যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র অহসাহয় মানুষের মাঝে লাভিং এসএসসি-৯৭/ এইচ এসসি-৯৯ ব্যাচের ফেসবুক গ্রুপ কস্বল বিতরণ করেছে।
শক্রবার বিকালে দৌলতপুর ও শিবালয় উপজেলার চর অঞ্চলের তিন শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রথমে দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার করিম মোল্লা পাড়ায় পরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এবং পাশ^বর্তী ধূসর নয়াকান্দি এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


ইতোপূর্বে নববর্ষের প্রথম রাতে ঘুরে ঘুরে ভাসমান ভিখারী পথচারী রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে লাভিং এসএসসি-৯৭/ এইচ এসসি-৯৯ ব্যাচ ফেসবুক গ্রুপের বন্ধুরা শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এই বিতরণ শুরু কাজে অংশগ্রহণ করেন গ্রুপের সুমন সাহা, এম এস আই ফরিদ, কৃঞ্চ, আমিন মাওলা, আলী আকবর, রতিশ কর্মকার, সারোয়ার হোসেন, ইব্রাহিম আদিল, জাহিদুর রহমান রিপন, সাইফ হোসেন ফারুক, জিনাত মনির, পলাশ মামুন, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, শাহ আলম, নুরুল ইসলাম নয়ন ও সোহেল রানা সহ আরো অনেকে।
পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জায়গায় আারো কম্বল বিতরণ সহ বিভিন্নভাবে হতদরিদ্র অহহায় মানুষের পাশে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন লাভিং এসএসসি-৯৭/ এইচ এসসি-৯৯ ব্যাচ মানিকগঞ্জের ফেসবুক গ্রুপের এ্যাডভোকেট দেওয়ান মতিন, গালিবুর রহমান গালিব, রাশেদুল হাসান মোহর, এ্যাডভোকেট রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button