sliderস্থানীয়

মানিকগঞ্জে ইছামতী নদীতে মধ্যবয়সীর মরদেহ ভাসছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে জিতু চৌধুরী (৫৫) নামের এক মধ্যবয়সীর মরদেহ ইছামতী নদীতে ভাসতে
দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ইছামতী নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেন বলে জানান হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান।
জিতু চৌধুরী যাত্রাপুর গ্রামের মৃত মজিবুর রহমান চৌধুরীর বড় ছেলে। জিতু বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা।
স্থানীয় বাসিন্দা মীর কাওছার আলী ও বয়ড়া ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য লাভলু মিয়া জানান, বিকেলে স্থানীয়রা ইছামতী নদীতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা জিতু চৌধুরীর মরদেহ বলে দেখতে পান।

বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ জানান, গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগ থেকে জিতু চৌধুরী নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, জুম্মা নামাজের আগে গতকাল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। জিতু চৌধুরী দেশের বাইরে থাকার সময় দুর্ঘটনায় আহত হয়ে দেশে আসেন। তার ভাইয়েরা ঢাকায় থাকেন। সে একাই বাড়ি থাকতো। সে এ্যাবনরমাল ছিল।

তার স্ত্রী আর এক সন্তান সে অসুস্থ হওয়ার পর থেকে তার শশুড় বাড়ি বসবাস করে।
হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, ইছামতী নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা জানালে পুলিশ পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button