sliderস্থানীয়

মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উদযাপিত

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে মানিকগঞ্জ অফিসের সামনে থেকে একটি বণার্ঢ্য র‍্যালি ও ব্যতিক্রমি উদ্যোগে সুসজ্জিত ২ টি ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা বের হয় । মানিকগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাসপোর্ট অফিসের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয় । এতে জেলা ও উপজেলা অভিবাসী ফোরাম সদস্যের অংশগ্রহণ করেন । পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয় । আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওকাপের প্রজেক্ট অফিসার মোঃ মোকাররম হোসেন, ফিল্ড অর্গানাইজার মোঃ রেজাউল করিম, কমিউনিটি মবিলাইজার নিশরাত সায়মা, মিতু আক্তার, ডানা দেওয়ান, মোহনা আক্তার, জয়া খান, সুমি আক্তার ও অফিস সহকারী মোঃ সোহেল রানা প্রমুখ । বক্তারা তাদের বক্তব্যে সরকারের নিকট সকল বিদেশ ফেরৎ অভিবাসীদের জন্য ভাতা ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরেন । এছাড়াও বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাষার কোন বিকল্প নাই । দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ সবই মিলে, তাই সবার দক্ষ হয়ে বিদেশ গমনের ক্ষেত্রে সরকারের কাছে দাবি রেখে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের সারাজীবন ভাতা পাওয়ার ব্যবস্থা গ্রহণ এবং প্রত্যেক প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি ব্যবস্থা করার দাবি জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘটে ।

Related Articles

Leave a Reply

Back to top button