শিবালয় (মানিকগঞ্জ)সংবাদদাতাঃ প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় মানিকগঞ্জে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তির অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মনির উজ জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, টিটিসি’র অধ্যক্ষ ফাতেমা নারগিস, ব্রাকের সমন্বয়কারী জহুরুল ইসলাম ও প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষ উপস্থিত ছিলেন।