slider

মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পৌর শহরের বেউথা এলাকায় অটোরিকশা-মোটরসাইকেলে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের এলজিইডি জেলা কার্যালয়ের সামনে এই এ ঘটনা ঘটে। আাহত যাত্রীকে রেখেই চম্পট দিলো রিকশাচালক।

নিহত মো: আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার মরহুম হাশেম আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তিনি বাজার করে ব্যাটারিচালিত অটোকিশায় তার শহরের বাড়িতে ফিরছিলেন। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল অটোকিশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা ও মোটরসাইকেল আরোহী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, মূলত রিকশাচালক হটাৎ মোড় ঘুরানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার সাথেসাথেই রিকশাচালক রিকশা নিয়ে পালিয়ে যায়।

বর্তমানে মানিকগঞ্জ শহর এলাকায় কয়েক হাজার অটো চলাচল করে। কোনো অটো শহরে চলাচলের অনুমোদন না থাকলেও পুলিশকে ম্যানেজ করে এরা নিয়মিত চলাচল করে। এদের কোনো ট্রেনিং নেই। তবে যারা পুলিশকে ম্যানেজ করতে পারে না, তাদের মাঝেমধ্যেই পুলিশ আটকে রাখে এবং দু-তিন হাজার টাকার বিনিয়মে ছেড়ে দেয়। এ অভিযোগগুলো খোদ রিকশাচালকদেরই। শুধু মানিকগঞ্জ জেলারই না বিভিন্ন জেলার মানুষ এখানে গ্যারেজ হতে ভাড়া নিয়ে রিকশা চালায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button