slider

মানিকগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলে যারা

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ: দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের ৩ উপজেলা ঘিওর, শিবালয় ও দৌলতপুর নির্বাচন ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঘিওর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনী শালিক পাখি প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মাহবুবর রহমান জনি। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘিওর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষনা করেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত মাহবুব আললম জনি বেসরকারি ফল অনুযায়ী ১২ হাজার ৯১০ পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী নির্বাচনী মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৮৯৬ মোঃ হামিদুর রহমান পেয়েছেন।
এভাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী হাস প্রতিকের প্রার্থী তানজিলা খন্দকার বিজয়ী হয়েছেন।

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এস এম শফিকুল ইসলাম । এস এম শফিকুল ইসলাম ২৩ হাজার ২৫৫ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৬৫ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মুহাম্মদ শামছুর রহমান শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী ফরিদা ইয়াসমীন বিজয়ী হয়েছেন।

শিবালয় উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুর রহিম খান। আব্দুর রহিম খান ৩২ হাজার ৫৮৬ দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন পান্নু পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আলী আহসান মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তার বিজয়ী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button