
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জে “মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মোজাম্মেল হোসেন মোল্লাকে সংবর্ধনা প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জেলার বেউথা এলাকায় ফিফ রেস্টুরেন্টে এসএসসি ৯৭ ব্যাচের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
৯৭ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর মোঃ মোস্তাফিজুর রহমান সেজুতি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী।
বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, কাউন্সিলর জেসমিন আক্তার, মোঃ উজ্জল হোসেন, আবু মোঃ নাহিদ, শতরূপা ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, ডাঃ মোহাম্মদ রেজাউল হোসেন, ড. ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেন।