ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের জাতীয় করণের দাবিতে সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষক-কর্মচারি বৃন্দের আয়োজনে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এক দফা এক দাবি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারি জাতীয় করণ এ শ্লোগানকে ধারণ করে সহকারী শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ রেজাউল করিম লিটন, আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, আরকে ষ্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম স্বপন, সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্ব-হা,রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মুবিন রতন,গোয়াল পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাশিরুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।