
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ১৩ জানুয়ারী ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও ভিকটিমের মা জানান, গত রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে ভিকটিম তার প্রবাসী বাবার সাথে ফোনে কথা বলছিল। এ সময় একই উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়ার ছেলে এমরান মিয়া সহ অজ্ঞাত ২/৩ জন মিলে স্কুল ছাত্রীকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করে। গত বুধবার রাতে স্কুল ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে আসে।
পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, ভিকটিমের জবানবন্দি নিতে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।