slider
মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এর পশ্চিম মাধবপুর কলেজ পাড়া এলাকা থেকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জুয়েল মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক কলেজ পাড়া এলাকার আয়ুব আলীর ছেলে।
ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, আজ সকালে স্থানীয় লোকজন একটি লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, তখন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
সহকারী পুলিশ সুপার মাধবপুর( সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী জানান, গতকাল গভীর রাতে কোনো এক সময় এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি সন্দেহ জনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার মুল রহস্য জানা যাবে৷