sliderস্থানীয়

মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা।

বৃহস্পতিবার ২৯ জুন পবিত্র ঈদুল আযহার উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান ঈদের নামাজ আদায় করেন এবং উপজেলার সর্বত্র মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা ও সালাম জানান। সেই সাথে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আজকের ঈদের দিনকে কেন্দ্র করে উপজেলাবাসীর প্রতি কিছু অনুরোধ জ্ঞাপন করেন। বিশেষ করে আজকের এই দিনে সকল অভিভাবক যেন তার সন্তানকে মোটরসাইকেল বেপরোয়া না চালায় সেদিকে খেয়াল রাখতে এবং উশৃঙ্খলা পূর্ণ সাউন্ড বক্স ব্যবহার করে পিকআপ গাড়ি নিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button