মাধবপুরে মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও বিজয় র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে মাধবপুর বাজার হয়ে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান নেতৃত্বে মুক্তিযোদ্ধা সহ মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক পুলিশের টিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ, ছাত্রলীগ, এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক মো: এরশাদ আলীর নেতৃত্বে সাংবাদিক বৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে, মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ, মৌলানা আছাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলকলি পৌর কিন্ডারগার্টেন, বুশরা ইসলামিক কিন্ডারগার্টেন, ব্লু-বার্ড কিন্ডারগার্টেন, বৃটিশগ্রামার কিন্ডারগার্টেন, আল-হেরা একাডেমী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করে। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।তারপর শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র- ছাত্রী কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করে ও প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রাথমিক স্তরে গঙ্গানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরস্কার গ্রহন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।