sliderস্থানীয়

মাধবপুরে ভারতীয় অবৈধ মালামাল সহ গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব রায়, এসআই শুভ দে, এএসআই জাহাঙ্গীর সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়া এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর পাশ থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ হাবিবুর রহমান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ঢাকা গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে। ওই সময় পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ট্যাং ১৩২০ প্যাকেট, মেহেদী ২৮৮০ পিস, বেটনোভেট-এন ক্রিম ৪৮০ পিস, এই পণ্যের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ এক হাজার ছয়শত টাকার মালামাল উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button