sliderস্থানীয়

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী যুবক নিহত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় গাছ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফারুক আহমেদ শাওয়াল (৩৫) নামে এক যুবক নিহত এবং ভাতিজা রবি মিয়া নামে ১ জন আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে৷ উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাটি দলগাঁও গ্রামে সংঘর্ষটি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের সীমানায় গাছ নিয়ে বিরোধ সংক্রান্ত শালিসে উপর্যুপরি প্রতিপক্ষের হামিদ মিয়া গংদের ছুরিকাঘাতে আব্দুল মালেকের পুত্র দুবাই প্রবাসী ফারুক আহমেদ শাওয়ালের হত্যার ঘটনা হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক তারেকুজ্জামানবলেন ফারুক আহমেদ শাওয়ালকে মৃত অবস্থা পাওয়া গেছে এবং অপর জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে জানান, দুই পক্ষের সংঘাতে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সম বেদনা জ্ঞাপন প্রকাশ করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, হত্যাকান্ডের বিষয়ে বলেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে মামলা হবে।সুরতহাল রিপোর্ট শেষ, ময়নাতদন্ত করব আর আসামি গ্রেফতারের কাজ করতেছি।

Related Articles

Leave a Reply

Back to top button