
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জেন্ট তাজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে বুধবার ২১ ডিসেম্বর সকাল ৭টায় ঢাকা(সম্মিলিত সামরিক হাসপাতাল) সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, ১পুত্র, ৫কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭১-এ বঙ্গবন্ধুর স্বাধীনতাযুদ্ধের ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে সফল কয়েকটি যুদ্ধের নেতৃত্ব দেন।
তার মৃত্যুতে, বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা প্রশাসন কর্তৃক, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গভীর শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। এময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এর অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবঃপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক মধু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।