ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের কৃষ্ণপুরে হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগার উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুজন এডুকেশন এন্ড সোশাল ডেভেলপমেন্ট ফান্ডেশন এর আয়োজনে রোববার সকালে কৃষ্ণপুরে হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগার মিলনায়তনে জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এর সহকারী মহা ব্যবস্থাপক আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাগেরহাট জেলার জেলা প্রশাসক আজিজুর রহমান আলমাছ । হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমান, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ। পরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান বাগেরহাট জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক আজিজুর রহমান আলমাছ এবং জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এর সহকারী মহা ব্যবস্থাপক আক্তার হোসেন কে সুজন এডুকেশন এন্ড সোশাল ডেভেলপমেন্ট ফান্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।