sliderস্থানীয়

মাধবপুরে ক্ষতিকারক কীটনাশক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আহ্সান।

এসময় ক্ষতিকারক কীটনাশক অবৈধভাবে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় মাধবপুর বাজারের রবিন বীজঘরের স্বত্বাধিকারী আব্দুর রহিম বেপারী (৫৭) কে ৩ হাজার টাকা জরিমানা ও জি- স্টার নামক অনুমোদন বিহীন ও ক্ষতিকারক কীটনাশক ২ ডজন বোতল জব্দ করে বাজেয়াপ্ত বলে ঘোষণা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ক্ষতিকারক কীটনাশক যাচাই-বাছাইয়ের দায়িত্বে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান। এবং এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু সহ জালাল উদ্দীন লস্কর।

মাধবপুর থানার পুলিশ,আনসার প্লাটুনের সদস্যরা অভিযান পরিচালনাকালে সহায়তা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button