sliderশিরোনামস্থানীয়

মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা

করোনা পরিস্থিতির অবনতিতে মাদারীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ম্যাজিষ্টেট ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই আদেশের ফলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি আন্তঃউপজেলা যাতায়াত এ সময় সম্পূর্ন বন্ধ থাকবে বলে ওই আদেশে জাননো হয়েছে। এছাড়া জেলায় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পন্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস,ফায়ার সার্ভিস,টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মি ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button