sliderস্থানীয়

মাদারাসা ছাত্রকে মধ্যযুগীয়ে কায়দায় নির্যাতন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে চুরিতে বাধা দেয়ায় ব্লেড দিয়ে নৃশংস ভাবে মো. নাঈম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
রোববার সকালে স্থানীয় কিছু বখাটে এ নির্যাতন চালায়, তবে কে বা কারা এ ঘটনা ঘটিছে তা বলতে পারেনি ছাত্র ও তার পরিবার। ।
নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র নাঈম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় সালেহপুর দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। তাকে নোয়াখালী জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নির্যাতনের শিকার নাঈমের পরিবার জানায়, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তিনজন বখাটে সুপারি চুরি করছে দেখে সে বাধা দেয়। এ সময় পিছন থেকে অচেনা বখাটেরা তার চোখ ও মুখ ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে নৃশংস ভাবে ব্লেড দিয়ে কেটে জখম করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, পরে জ্ঞান ফিরলে বাগান থেকে বের হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারকে জানায়।
সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় কোন অভিযোগ করেননি।

Related Articles

Leave a Reply

Back to top button