slider

মাদকের বিরুদ্ধে ফুটবল খেলায় নাইজেরিয়ানকে হারিয়ে দাউদকান্দির জয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মঙ্গলবার দাউদকান্দি গৌরীপুর এসএ হাইস্কুল মাঠে মাদকের বিরুদ্ধে ফুটবল খেলার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা, খেলায় নাইজেরিয়ান একাদশকে ১-০ গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা একাদশ জয়লাভ করে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে খেলায় ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির, মডেল থানার ওসি মোজাম্মেল হক ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ ইমরুল মহোদয় বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান,দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার প্রমুখ । অসংখ্য দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক খেলাটি উপভোগ করেন। রবিউল করিম লিয়ন খেলাটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুজন ধারাভাষ্যকার মনির হোসেন মাস্টার ও কবির হোসেন মাস্টার চমৎকার বর্ননায় অতিথি ও দর্শক মাতিয়ে রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button