slider

মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

মাহতাবুর রহমান, বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে মাদক কেনার টাকার জন্য স্ত্রীকে পিঠিয়ে আহত করার অভিযোগ মাদকাসক্ত স্বামী বিরুদ্ধে।

গত ০৭ মার্চ বুধবার রাতে আমতলী সদর ইউনিয়ন টিয়াখালী গ্রামে মাদক কেনার জন্য স্ত্রীর কাছে ২০ হাজার টাকা চায় মাদকাসক্ত স্বামী সবুজ ফকির। তার স্ত্রী সীমা বেগম (৩৫) টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সবুজ ফকির ক্ষিপ্ত হয়ে তাকে বেদড়ক মারপিট শুরু করে। পরের দিন বৃহস্পতিবার সকালে টাকার জন্য মারধর করতে উদ্যত হলে পরিবারের অন্যন্যা সদস্যরা বাধা দিলে বাধা উপেক্ষা করে মারধর করে। এক পর্যায়ে স্বজনদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকিরের সাথে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের সোনা মিয়া আকনের মেয়ে সীমা বেগমের সাথে ২০১৫ সালে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা সোনা মিয়া আকন মেয়ের সুখের কথা ভেবে সংসারের যাবতীয় মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা দিয়ে দেন। শ্বশুর বাড়ি থেকে পাওয়া নগদ টাকা নেশা করেই শেষ করে দেন সবুজ ফকির। এর পরও প্রায়ই নেশার জন্য স্ত্রী সীমা বেগমকে বাবার বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর করেন।

অভিযুক্ত স্বামী সবুজ ফকির স্ত্রী সীমা বেগমকে মারধর এবং টাকা চাওয়ার কথা অস্বীকার করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মেহেরিন আশ্রাফ ঐশী বলেন, সীমার তলপেটে এবং হাতে পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন, নির্যাতনের খবর পেয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button