ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জোর করে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনে বাঁধা দেয়ায় মানিকগঞ্জের ঘিওরে ড্রেজার ব্যবসায়ীর হামলায় আহত হয়েছেন নারীসহ দু’জন। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে বুধবার সন্ধ্যার দিকে ড্রেজার ব্যবসায়ী মানিককে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চিহ্নিত ড্রেজার ও মাটি ব্যবসায়ী মোঃ মানিক সম্প্রতি শোলধারা গ্রামে ড্রেজার বসিয়ে ক্ষিরাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিল। এতে নদীর পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়িতে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। পরে শোলধারা গ্রামের আব্দুর রাজ্জাক তাকে বাধা দেন। তিনি স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ড্রেজার মালিক মানিক মিয়া গত সোমবার রাতে রাজ্জাক মিয়ার জমিতে ড্রেজার বসিয়ে জোর করে মাটি উত্তোলন করতে থাকে। পরদিন মঙ্গলবার সকালে জোর করে মাটি কাটার বিষয়ে রাজ্জাক মিয়ার মধ্যে ড্রেজার ব্যবসায়ী মানিকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে রাজ্জাকের বাড়িতে ঢুকে মানিক ও তার সহযোগী হালিম এলোপাথাড়ি পেটাতে থাকে রাজ্জাককে। মারাত্মকভাবে আহত হয়ে পড়ে রাজ্জাক। তাদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে রাজ্জাকের স্ত্রীকে কিল, ঘুষি, লাথি মেরে ফেলে দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
রাজ্জাক মিয়া বলেন, ইউনিয়ন ভূমি অফিসে বারবার জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে ফসলি জমি ও বসত বাড়ি রক্ষায় আমি মাটি কাটতে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে ভূমি খেকো মানিক আমার ওপর হামলা চালায়। আমার স্ত্রীকেও মারধর করেছে। এর সুষ্ঠু ও ন্যায় বিচার চাই।
বুধবার সরজমিনে জানা যায়, প্রভাবশালী মাটি ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে এলাকাবাসী ভয়ে কথা বলার সাহস পায় না।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি মানিককে আজ বুধবার আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।