
বাংলাদেশের সমাজ সমাজতান্ত্রিক ফন্টের উদ্যোগে আজ বিকাল তিনটায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের আহবায়ক কমরেড আব্দুল গফুর মিয়া, বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড মাস্টার এম এ মান্নান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, গণ মুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম,নয়া গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বশিরুল হক সিনহা, দিদার হোসেন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
সভাপতি কমরেড আব্দুল গফুর মিয়া বলেন, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আজ মাফিয়া দের দখলে। বাংলাদেশকে দখল মুক্ত করতে হলে দল মত নির্বিশেষে সকলকে এক মঞ্চে এক লক্ষে নতুন করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান সর্বত্র জনগণের সংগ্রাম কমিটি গড়ে তোলার জন্য।
কমরেড মাস্টার এম এ মান্নান বলেন, ভারতীয় সম্প্রসারণ বাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সর্বাত্মক ঐক্যের কোন বিকল্প নেই। মাওলানা ভাসানীর জীবন দর্শন অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন,জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে,দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, মুদ্রা ব্যবস্থায় ধস নেমেছে। মানুষ না খেয়ে মরার মত অবস্থায়। যারা কাজ করছে তারাও প্রাপ্ত মজুরিতে দিনাতিবাদ করতে পারছে না। এই অবস্থার অবসান দরকার। সমাজ টাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের কোনই বিকল্প নেই।
জননেতা আব্দুল মো নেম বলেন, বাংলাদেশে গণপরিষদ নির্বাচন ছাড়া মুক্তির আর কোন পথ নেই।
ইমরুল কায়েস বাংলাদেশকে সুস্থ করতে হলে সাংস্কৃতিক বিপ্লব করা ছাড়া অন্য কোন পথ খোলা নাই বলে মন্তব্য করেন। তিনি একটি কবিতা পাঠ করে সবাইকে উজ্জীবিত করেন।