
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গাজীপুর মে দিবসের রেলি ও সমাবেশ করে গাজীপুর জেলা ডিসি অফিস চত্বরে।
গাজীপুরে শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে। বাবুল সাহার সভাপতিত্বের সমাবেশে উপস্থিত ছিলেন, আল উদ্দিন হামিদ সরকার রফিক বেলাল, শিউলি অনু রানী দাস প্রমুখ।
সমাবেশে মে দিবসের আলোচনা ও শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন তাদের দাবি বাস্তবায়িত না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।