sliderরাজনীতি

মহান বিজয় দিবসের ৫০তম বার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে মহান বিজয় দিবস এর ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ১৯৭১ এ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমাদের লড়াকু জনগণ গৌরবজনক বিজয় অর্জন করে ; বিশ্বের মানচিত্রে স্বাধীন ও মুক্ত জাতিরাষ্ট্র হিসাবে আমাদের উত্থান নিশ্চিত হয়।
বিবৃতিতে তিনি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ,তাদের পরিবার ও দুই লক্ষ নির্যাতীত নারীর প্রতিও গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা যে অসাধারণ বিজয় অর্জন করেছিলাম গত ৫০ বছরে আমাদের সরকার ও শাসকশ্রেণীর ধারাবাহিক ব্যর্থতা আর প্রতারণার জন্য তাকে ধরে রাখা যায়নি। আমাদের সরকারসমূহ জনগণের অধিকার আর মুক্তির আশাকে হতাশায়, স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করেছে। পাকিস্তানি জমানার মত এক দেশে দুই সমাজ ও দুই অর্থনীতি কায়েম করা হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অংগিকারকে কার্যত বাতিল করে দেয়া হয়েছে। ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আজ অস্বীকৃত, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীর খাদে নিপতিত।
এই অবস্থা থেকে উত্তরণে মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশকে নিয়ে যেতে আবারও দেশের জনগণকে মুক্তিযুদ্ধকালীন সময়ের মত ঐক্য ও জাগরণ ঘটানোর আহবান জানান।
বিবৃতি

Related Articles

Leave a Reply

Back to top button