নোয়াখালী প্রতনিধি : মহানবী হযরত মুহাম্মদ (স:)কে নিয়ে ভারত বিজেপি মূখপাত্র নুপুর সর্মার অবমাননামূলক বক্তব্যের প্র্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ‘ল’ ইয়াস কাউন্সিল নোয়াখালী শাখা।
বৃহস্পতিবার বিকালে নোয়াখালী আইনজীবি সমিতির মিলনায়তে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বারে সভাপতি এড.আবদুর রহিম।
নোয়াখালী বারের সাবেক সভাপতি মাইন উদ্দিন আহম্মেদ খসরুর সভাপতিত্বে ও বাংলাদেশ ‘ল’ ইয়াস কাউন্সিল নোয়াখালী শাখার সাংগঠনিক সম্পাদক তাকরীর হোসেনের সঞ্চালনয় এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এড. বিইউএম কামরুল ইসলাম, আবদুল ওয়াদুদ, সিনিয়র আইনজীবি রফিকুল ইসলাম, সামসুুদ্দিন আহম্মদ, জহিরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপুর সর্মার এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়, একজন মুসলামান হিসেবে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও জানাচ্ছি। আমরা নুপুর সর্মাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে ভারতীয় হাই কমিশনকে ঢেকে এ ঘটনার রাষ্ট্রিয় ভাবে নিন্দা জানাতে সরকারের প্রতি আহবান জানান।