নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বাজে মন্তব্য করায় শ্রী প্রদিপ ওরফে কমল (৩১) নামে হিন্দু এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের শমসখোলসি হিন্দু পাড়া এলাকার শ্রী কালাচাঁন এর ছেলে।
জানা যায়, শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঐ গ্রামের চঞ্চল এর চা-স্টলে প্রদিপ ওরফে কমল মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বাজে মন্তব্য করেন ও বলেন, ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে যে মন্তব্য করেছে তাহা সঠিক বলেছেন। পরে চা-স্টল এ উপস্থিত জনসাধারণ তাকে এ ধরণের বাজে মন্তব্য করতে নিষেধ করলে সে নূপুর শর্মা সঠিক
বলেছে বলে দাবি করে । পরে বিষয়টি জানাজানি হলে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, ঘটনাটি শুনার পরে শনিবার (১৮ জুন) তাহার নিজ বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।