
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং ব্লগার আসাদ নূর কে গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার ১১ আগস্ট জুমার নামাজের পর তওহিদি জনতার ব্যানারে একটি মিছিল কটিয়াদী উপজেলা সদর, বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা অনতিবিলম্বে ব্লগার আসাদ নুর কে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবী করছে, পাশাপাশি নবী হযরত মুহাম্মদ (সা)কে নিয়ে সমস্ত কটুক্তি কারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবী জানিয়েছে।