sliderস্থানীয়

মহানগর আ’লীগের সহ সভাপতির সঙ্গে ছাত্রলীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা

টঙ্গী প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর গাজীপুর মহানগরের ৫২নং ওয়ার্ড আওয়ামী ছাত্রলীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে মহানগরের ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ ফাহিম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন সোহানের নেতৃত্বে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় মতিউর রহমানের বাসভবনে গিয়ে মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহ সভাপতি মোঃ মতিউর রহমান (মতি)র সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেন ছাত্রলীগের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা। এসময় ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্য মতিউর রহমান মতি বলেন, ছাত্রলীগের সকলকেই আগে লেখাপড়া করতে হবে, পাশাপাশি জনকল্যাণে কাজ করে দেশ ও জাতির সামনে অবদান তুলে ধরতে হবে, এই প্রত্যাশা। এসময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজিব হাসান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন। এই কমিটি গতকাল শুক্রবার টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি সফিক তালুকদার ও সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরবের স্বাক্ষরিতভাবে অনুমোদিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button