sliderস্থানীয়

মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলো হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ উড়াও এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও মূখপাত্র সুভাষ চন্দ্র হেমব্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার আরিফ, হাতুড় ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি মোশারফ হোসেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুকুল চন্দ্র পাহান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মিঠন পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি রিতেন পাহান, সাধারণ সম্পাদক সুজিত উড়াও, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান প্রমূখ।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের দীর্ঘদিনের ৯ দফা দাবী বাস্তবায়নের আবেদনসহ তাদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
এর আগে হাজার হাজার আদিবাসী নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী ও শিশুদের সমন্বয়ে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Back to top button